যা অসংখ্য প্রশংসায় উদ্ভাসিত না হয়ে
পর্দার অন্তরালে চলে যায়
যা চোখ ঝলসানো দুনিয়াকে বিদায় জানিয়ে
স্বাভাবিক পৃথিবীর সবুজকে আপন করে নেয়
যা অসুসহ সমাজের প্রতিযোগিতাকে উপেক্ষা করে
স্বাধীনতাকে বরণ করে নেয়
যা বিবেকহীন জীবনবোধে ভাসমান না থেকে
মানবিক মূল্যবোধে জীবনচারণ করে
যা সকল মিথ্যা আবেগহীন সভ্যতাকে ত্যাগ করে
শুধুমাত্র আত্মিক জগতে মনোনিঃবেশ করে
যা বহু বিত্ত , বহু বিলাসময় তৃপ্ত মানবজীবনে আত্মহারা না হয়ে
সত্য ও স্বত্ত্বার আলোয় উন্মুখ হয়ে থাকে
যা সকল প্রাণহীন পৈশাচিক মানবজাতিকে ধিক্কার জানিয়ে
সকল প্রাণীদের দুঃখে নিমজ্জিত থেকে যায়


পরিতৃপ্তি যেন এক বিষাদময় কবিতা হয়ে
কখনও হারিয়ে না যায়