সেই ছোট্ট থেকে কবিতার প্রতি
অমোঘ মায়া,
যে মায়া নিজ-স্বত্ত্বাকে উদ্ভাসিত করে,
অথচ,
কবি ও কবিতার শত্রু চারিদিকে;


'হা! হা!
কবিতা লেখে, কবি হতে চায়!',
যেন এই ন্যূনতম চাওয়াটা
ভীষণ কোনও এক অন্যায়;


প্রকাশক বেচারাও বলেই ফেললেন,
পদ্য নয় গদ্য লিখুন,
যেন পদ্য প্রকাশের দায়ে
তিনি কাঠগড়ায় দাঁড়াবেন;


বন্ধু মহলও পিছিয়ে নেই,
কবিতার ব্যবচ্ছেদ-এ ব্যস্ত সবাই;
যেন কবিতা কোনও এক জীবন-মৃত লাশ
ছেদ-বিচ্ছেদ করে এর মূল উত্পাটন না করে
ক্ষান্ত হবেনা কেউ;


কবির কোনও ভবিষ্যৎ নেই,
কবি যেন এক অতি তুচ্ছ ধূলিকণা
কষ্টই কি কবিদের কবিতার ভূষণ?
তবেকি সকল বিখ্যাত কবি আত্মত্যাগেই
কবি হয়েছিলেন?
তবেকি বিখ্যাত কবিদের ভীড়ে
এই ছোট্ট কাব্যিক আত্মার
হবে অন্তর্ধান?


যদি হারিয়ে যায়
সকল কবিতা,
যদি হারিয়ে যায়
সকল কবি,
কিভাবে বলবে কথা;
পৃথিবীর সকল অভিমানী?


১০ ই জানুয়ারী ২০১৭