এ কেমন পৃথিবী
- এক রং-বেরঙ্গের মঞ্চ
যেথায় হিসেব-বহুল জীবনের গল্প বলা হয়
অথচ, হিসেব-বিহীন অভিনয়ে মুখর থাকতে হয়


এ কেমন সংসার
- এক পাক্ষিক সমাজব্যবসহা
যেথায় অঢেল আত্মত্যাগ কাংক্ষিত
অথচ, বিনিময়ে সুশিক্ষিত, মার্জিত জীবনবোধ প্রত্যাশিত নয়?


এ কেমন অভিনয়
- এক অশ্রেদ্ধয় হিংসাত্মক অসুসহ প্রতিযোগিতা
যেথায় ক্রমান্বয় মিথ্যার চর্চায় ধ্বংসপ্রাপ্ত হয়ে
মুখ থুবড়ে পড়ে থাকে সত্যের সামান্য আলোটুকু
~ এক হীনকায় উন্মাদনায় উন্মত্ত সস্তা বাস্তবতা
যেথায় অভিনয়ের আঁড়ালে বিদগ্ধ- ম্লান হয়ে
অন্ধকার গহ্বরে নিমজ্জিত হয়ে সকল স্বত্ত্বা
জীবন-মৃত এক উদ্ভ্রান্ত খেলায় মেতে থাকে


৭ই জানুয়ারী ২০১৬