চিরতরে ঘুমের জগতে,
যাব যখন হারিয়ে;
তখন ঘুম নিয়ে,
আফসোস থাকবেনা
কোনও সত্তার
আশ্চর্য এক আলোর
আলেয়ায় আবেশিত হয়ে রয়েছি
কষ্ট যখন এক মুঠো গূড়ো বালিকণা,
ছুঁড়ে ফেলে দিলেই যেন শূন্যে মিলিয়ে যায়;
আবেগ যখন এক ক্ষীণ খেলো
দর কশাকশি করে,
বিনিময় প্রথার এক রীতে পরিনত করা যায়;
অন্যরকম এক বিড়ম্বনা সত্যি অন্যরকম এক সময়
যেন অনর্গল রক্ত প্রবাহে
ঝরনার স্রোতধারার মত
কাব্যিক ধারায় চলে বয়ে;
যেন তীক্ষ সূচালো কোন সুঁই বারংবার,
হৃদয়কে খুঁচিয়ে খুঁচিয়ে যন্ত্রণার,
শেষ প্রান্তে নিয়ে
যাওয়ার পর জীবনের পুনরুত্থান ঘটে;
যেন আগ্নেয়গিরির অগ্নিবাষ্পে,
দগ্ধ হলেও বেঁচে থাকবেই হবে,
এই প্রতিজ্ঞা ঘুমের জগতে,
আজ নিম্জ্জিত পুরোপুরি হ্যাঁ ঘুমই বটে;


মৃত্যু ও কি অধিক সুখকর?!!


রাত ৩ঃ০৮ , ২৭শে ডিসেম্বর'২০১২