চিরায়ত যে ভালবাসা এ হৃদয়কে তোলপাড় করে
শূণ্যে ভাসমান রেখে দিয়েছে
অসামান্য তার অভিরুচী
সুপ্রসন্ন তার পংক্তিগুলি
কতটা কক্ষপথ ঘুরে
সেই একই আবর্তে
সেই একই অভ্রে
সেই একই স্রোতে
সেই একই স্পর্শে


চিরায়ত যে ভালবাসা এ হৃদয়ে লালন করে
আরাধনায় , প্রার্থনায় , আকুলতায়
অপার্থিব ভাবনাপথে বিলীন হয়েছে
অপ্রকৃত সেই আকৃতি
দুর্বার তার গতি


এ কেমন বাষ্পাকূল
যার আনন্দ আর কষ্টকে
পৃথক করা যায়না?
এ কেমন অবয়ব
যা ভূমিকে অস্পৃশ্য রেখে
আকাশ আর পাতাল ভেদ করে যায়?
এ কেমন বন্ধন
যা জীর্ন হতে হতে
যন্ত্রণার শেষ সীমায় উড়ন্ত
কোনও ঊর্ধগতির পানে
হাতছানি দেয়?


চিরায়ত যে ভালবাসা এ প্রাণকে সিক্ত করে
জলপ্রপাতের কান্নার ধারায়
মিশে হারিয়ে গিয়েছে
আজ তার বোধগম্যতা কতটুকু
উপলব্ধির কোন সীমানায়
তার হৃদয় ব্যাপ্তি ?


২৭ শে জুন' ২০১৬ , দুপুর ১ঃ৫৪