এই যে এত কথার আড়াল
কোন বলয়ে রুদ্ধ হয়?
এই যে এত দ্বন্দ্ব-সংঘাত
কোথায় গিয়ে ব্যপ্তি পায়?
এই যে শত ঘূর্ণিঝড়
কোন পথে গিয়ে থেমে যায়?
এই যে শত অমোঘ স্বপ্ন
কোথায় গিয়ে স্তব্ধ  হয়?
এই যে এত বিরাট  বাড়ি
কোন উনুনে দাগ কেঁটে দেয়?


সিংহভাগের এত কথা
হারিয়ে কি যায় মেঘের ভেলায়?
নাকি আটকা পরে
কন্ঠ্নালীতে?


ঐ যে তাদের এত শর্ত
কোন রথে চড়ে পাড়ি দেয়?
নাকি নেমে যায় পথের মাঝে
ধীর পায়ে?


কে ডাকে ঐ উন্মাদনায়
তেঁড়ে আসা  সেই ঝড়ো বাতাস?
নাকি আমন্ত্রণের পরোয়া ছাড়াই
সম্মুখে ধেঁয়ে আসে ?


কার সেই মূল্যবোধের ধারা
আত্মিক জীবনমাত্রা হয়?
নাকি খেলো কোনও
খেলায় সমাপ্ত হয়ে যায়?


তাইতো যতই আলো আসুক
সেই সে বাড়ির ছাদে
দেয়ালে দেয়ালে
বিভক্তই হবে শত কলরবে


২৮শে নভেম্বর ২০২১,  ভোর ০৬ঃ০৮