অপেক্ষা আর অপেক্ষা
কত বৈরী হতে পারে জীবন
কত বৈরী হতে পারে ভাগ্য
যেন কত যুগ ধরে অপেক্ষায় আছি
তোমার


অপেক্ষা করলাম নাহয়
আরও কিছুটা ক্ষণ
যখন প্রতীজ্ঞা করেছি এপথেই চলতে


জানি কষ্ট আমাদের অবশ আচ্ছন্ন করে ফেলছে
যেন ভাগ্যের এ এক নির্মম পরিহাস
তবু সখা এ হৃদয় সে হৃদয়
যে আলোর উর্দ্ধগমনে আবিষ্ট হয়েছে
তা কি তুমি অনুভব করতে পারছ?


যদি বেঁচে থাকা
যদি বেঁচে থেকে এক হতেই
এতটা কষ্ট
এতটা অপেক্ষা
এতটা ধৈর্য পরীক্ষাই দিলাম


তবে আরও কিছুটা সময় নাহয় পার্থিব জীবনে
অতিবাহিতই নাহয় করলাম


কারণ , জানি
জীবন যদিও বিচ্ছিন্ন করে রেখেছে
আমাদের দু'টো স্বত্ত্বা


মৃত্যু কি পারবে তা আমৃত্যু
পৃথক করে রাখতে?
পারবে কি কোনদিন
কোনও পার্থিব বাঁধায়
আবৃত করতে?


তুমি ভেবোনা সখা
একদিন এক হবই আমরা


এ জীবনে
নাহয়,
মৃত্যুতে


২১শে মে '২০১৬