উদ্ভ্রান্ত যত দ্বন্দ্ব
এই আকাশে থাকে,
এই আকাশের নীচে
যত আলো থাকে,
সেই আলোকে ঘিরে
সত্তা যত ঘুরে,
এই ঘূর্ণনে তাইতো
গল্প যত বাসা বাঁধে
এই গল্পের আড়ালেই
পক্ষীসকল উড়ে
এই উড়ন্ত বিকেলে
সমুদ্রের ঢেউ স্তিমিত হতে শুরু করে
এই ঢেউ এর ফেনায়
কত মাছের স্বপ্ন-জীবন কাটে
এই স্বপ্নের হুল্লোড়ে
কেউ কি একটু থেমে তাকায়?
এই তাকিয়ে থাকা দৃষ্টি
কাউকে কি একটু ভাবায়?
এই ভাবনায় বোণা জাল
কত রঙ্গে সাঁজে
এই রঙ্গের কোলাহল
কেন তবুও ঘুম পাড়িয়ে রাখে?
এই ঘুমের আস্বাদনে
মানুষ আজ আত্বহারা
এই মানুষের বিবেকে স্রষ্ঠা কড়া নাঁড়ে
একক স্রষ্ঠার এক নির্দেশেই
সবই ছুটে চলছে


৩১শে জানুয়ারী ২০২২, রাত ৬ঃ০০ টা