কখন যে পূর্ণিমার চাঁদ
গভীর আঁধারের ফাঁকে এসে
আমার স্বত্ত্বাটা সম্পূর্ণ আলোকিত করে দিল
রাত ফুরিয়ে গিয়ে দিনের আলো এসে
আমার জানালার কাঁচ গলে
সেই আলো যেন স্ফটিক ঠিকরে
আমার সমস্তটা ভুবন এক দৈব আলোয় রাঙ্গিয়ে তুলল


টের ই পেলাম না.....


এক অদ্ভূত শক্তি যেন এই স্বত্ত্বাকে চুম্বকের এক আবেশিত বলয়ে
আবিষ্ট করে রেখেছে
এক অদ্ভূত স্নিগ্ধতা যেন বহু যুগ ধরে এই আত্মাকে এক অনিন্দ্য মায়ায়
বেঁধে রেখেছে আষ্টে-পৃষ্টে


কত প্রবল তার সীমাহীন বাঁধন
কত ভীষণ আপন তার নিশ্চুপ স্পন্দন
কত আরাধ্য তার তিল তিল করে জমে থাকা অমোঘ স্বপ্ন
কত স্মৃতিময় অসম্ভব গভীর সিন্ধু তার হৃদয়ের সংকল্প


যেন কোনও স্বপ্নিল আবেগের চাইতেও বেশী দীর্ঘ
সেই সময় ব্যাপ্তি
যেন জ্বলন্ত লাভার চাইতেও বেশী তেজ
সেই জ্বলন্ত আদর্শ
যেন যুগ-যুগান্তরের শুরুতে ঘটে যাওয়া
সেই গল্প-কাহিনী
যেন সমস্টা স্বত্ত্বায় অনুভব করছি
সেই নিবিড় হাতছানি


ভালবাসা ......হায় ভালবাসা!!!!
ভালবাসা কি একেই বলে?


২৪ শে মার্চ, ২০১৬ , সকাল ১০ঃ৩০