যোজন যোজন দূরত্ব
এক ছাদের নীচে থেকেও তৈরী হতে পারে
নিরাপত্তাহীনতার মত হীন অসহায়ত্ব
পাশে প্রিয় মানুষটি থাকলেও অনুভূত হতে পারে


কষ্ট কখনও কমে যায়না
ক্ষত-বিক্ষত হৃদয়ের
যত তীব্রতর হয় সে আঘাত
তত গভীরে পৌছে যায় শীতলতা


অব্যক্ত হোক কিংবা ব্যক্ত হোক
অন্যায়কে সমর্থন করলে অন্যায় কমে যায়না
বরং বৃদ্ধি পায়
ক্রমানয়ে


রূঢ় আচরণের পরও যে অভিনয়শিল্প
তা বোধকে সহ্ববির করে দেয় মাঝে মাঝে
এত দক্ষ পৈশাচিকতা
নিশ্চয়ই প্রচুর সাধনায় প্রাপ্তি?


যোজন যোজন দূরত্ব
এক আকাশের বৃষ্টিতলেও হতে পারে
আকাশে যখন কালো মেঘের আবির্ভাব হয়
কেউ কেউ সেই সে বৃষ্টির দিনেও
মানুষ খুন করতে দ্বিধাবোধ করেনা
নির্বোধ আর নির্লজ্জতার ভেতরও
সূক্ষ্ম পার্থক্য থাকে


এই যে সকল দুর্বোধ্য ভাষা
আর তীক্ষ্ন দাবানল
আঁকড়ে যখন রাখে সমস্ত সত্তা
স্তব্ধ সকল কোলাহল


কে বাঁচে কার তরে
জীবনের অর্থ জীবনই জানে
ক্ষত-বিক্ষত অনুভূতিগুলো
প্রাপ্তিহীন বিস্তীর্ণ সকল স্বপ্নগুলো


৩০শে মে ২০২২' রাত ১২ঃ২২