চিতার অনলে পুড়ছে শব
মনের অনলে প্রেম
রবি অনলে গাত্র দাহ
লৌহ অনলে ট্রেন।
চোখানলে মরছি মিছে
উনুনালয়ে ছাই
শোকানলে জীবণ গেল
অর্থানলেও তাই।
প্রদীপানলে উজ্জ্বল শিখা
ছোট্র কুটিরে আলো
ভাবানলে উভয় সংকট
মুশকিল হলো ভালো।
কথানলে ঝগড়া বিবাদ
যাহা কাম্য নয়
ভুল অনলে দূরে সরা
মিথ্যানলে ক্ষয়।
আমার অনলে পুড়ছো তুমি
তোমার অনলে আমি
ভেবে দেখি মিছে সব
উভয় বিপদগামী।
ঈর্ষানলে জ্বলছে জীবন
সুখ কোথাও নাই
রূপানলে কষ্ট সখি
সঙ্গী কোথায় পাই।
দয়ানলে আরো ব্যথা
থাকবে সবাই সুখে
বিচারনলে সবাই সমান
আপন পর রূখে।
ক্ষমতানলে অন্ধসব
সত্যটাকে রেখে
মিথ্যানিয়ে বাড়াবাড়ি
ভিতু সবাই দেখে।