মুত্যুকে তুচ্ছ জ্ঞানে
ছুটেছে সত্যের পিছনে।
থাকিতে বাধা বিপত্তি
কখনো পিছু হটেনি।
অজানাকে জানিবার স্পৃহা
সত্যকে প্রকাশের হীয়া।
নহে সাত সমুদ্র তের নদী পাড়ে
যেতে চায় তারা আরো বহুদূরে।
শৈত প্রবাহ কিবা কাল বৈশাখের ঝড়ে
সবকিছু যেনো হারিবার তরে।
সংকল্প উচ্চ শিখর আরোহণে
থামিবার নাহি চায় ক্ষনে অক্ষনে।
জ্বলিবে তবু ঢালিবে আলো
মুছিবে তবু স্বদেশের কালো।
কেমনে থামিবে কাঁধে যে তাঁর
ন্যায় প্রকাশের এক মহাগুরু ভার।
লহিয়াছে দেখো তবু হাসিমুখে
চাতকের চাহনি এ কেমন সুখে।
নয়নে আঁকা দৃঢ়তার ছাপ
রুখিবে কে তোমায় আছে হিম্মত।
আশার আলোয় চিনাইয়া দাও মোরে
মুখোশ পরিয়া যারা দ্বিবালোকে ঘোরে।
লালসার শক্তি কিবা যাবে ঐ নীড়ে
দারিদ্রতা থাকিবে জানি সততার ভিড়ে।
নীরবে সহীয়া আঘাত অপমান
হারাইতে পারেনি কোনো অভিমান।
হস্তে তোমার বিজয় নিশান রহিয়াছে ঠিক
তুমি আমাদের সকলের প্রিয় সাংবাদিক।
কতো দশক ছাড়িছে তোমায় ছাড়োনি তুমি তারে
হুমকি ধামকি চূর্ণ পড়ি রয় কলম কালির ধারে।
যুগে যুগে যাঁরা আসিয়াছে ধরায় মুক্তির পথ জয়ে
সততার ঝান্ডা ছাড়েনি হেন নিপীড়ন জ্বালা সয়ে।
এ কবিতা তাদেরি চরনে
বীর সাংবাদিক যাঁরা জীবণে মরনে।