বাতায়নে আজ দেখেছি তোমায়
                ডাকিছে কোকিল মনে,
সুখ হবে ভেবে আজো আছি দূরে
                 দেখিনি তোমায় খুঁজে।
গগনে উঠেছে পূর্ণিমার চাঁদ
               বাগানে ফুটেছে ফুল,
নয়নে দিয়াছ যে কাজল আঁকি
                   হারায়াছি দু’কূল।
দিলের ব্যাথা উঠেনি ফুটিয়া
                মুখ দিয়া কোন দিন
ভয় নেই তোমার তবু বলিব-না
                 আমি কেন অশ্রুহীন।
চোখের জল ফুরায়ে গিয়াছে
                   ভাটা পরেছে মনে,
নীড় হারা পাখি তবু উড়ে যায়
                  অজানা কোন বনে।
জীবন আকাশে মেঘের ঘনঘটা
                 এই বুঝি এলো ঝড়,
তোমার ভুবনে নামিয়া আসুক
                      স্বর্গ সুখের বহর।
সব চলে গেলেও বেদনা আজো
                 রয়েছে আমার পাশে,
সুখের মত এগুলিকেও
                   নেয়নি সর্বনাশে।
কালে কালে আজি ধ্বংসীছে সবি
                       ধরণীতে ছিলও যা,
তোমার মন-মুকুরে আঁকা স্মৃতি মোর
                        বিলীন হয়েছেও তা।
সুখের দহনে দিয়া ডুব
            উঠিয়াছি বিরহ পাড়ে,
বিশ্বাস ঘরে জ্বলিছে অনল
                অন্যায় পাপাভারে।