আজ অন্যায় শিকলে আটকে পড়েছে
                 ন্যায়ের দুটি পা,
আজ অত্যাচারীর হাতে চাবুক
                    মজলুমের পিঠে ঘা।
আজ সন্ত্রাস জ্বরে কাঁপছে সমাজ
                   অন্ধের মতো করে,
প্রতিদিনই আসছে খবর
                কাগজের পাতা ভরে।
চারিদিকে শুনি খুন, লুণ্ঠন
               নিপীড়নের কতো সুর,
কারা এদের পুষে রেখেছে
               মুখোশ হোক দূর।
সন্ত্রাস তো বেশী নয়,
    শতকের মাঝে হবে হয়তো
           পাঁচ কিংবা ছয়।
তবে এদের ভয়ে কাঁপে কেন
                    শত শত জনতা,
তবে এদের শিকার হবে কেন
                  সাধারণ লোকেরা?
           এরাই তো সেই জনতা,
যারা মানেনি ব্রিটিশ মানেনি পাকিস্তানী শোষণতা।
তবে আজ কেন বন্ধ তোদের
              প্রতিবাদী সেই সুর,
রাজপথে কেন হয়না মিছিল
             অন্যায় হোক দূর।
জাগো জাগো জাগো, জাগো বাঙালি
               ঘুমাইও-না তুমি আর,
তোমার দেশের সোনালি সুদিন
              ঘিরে আছে অন্ধকার।