আমাদের যানজট হবে কবে নিরসন
বেড়ে গেছে হার্ট-বিট, বেড়ে গেছে টেনশন।
বেড়ে গেছে গাড়িঘোড়া কমে গেছে রাস্তা,
ফুটপাতে মার্কেট হয়ে গেছে সস্তা।
সময় আর কাটে না- বসে গাড়ি এসিতে,
চুপচাপ হাটে তাই অনেকে খুশিতে।
লোকাল বাসটা যায়- বলো আর কমকি
ঠেলাঠেলি বাজে ঘ্রাণ তবু আসে ঘুমটি।
কবে যে দেখা দেবে সবুজ ঐ সিগন্যাল,
ড্রাইভার হেল্পার বিড়ি ফোঁকে ভুলভাল।
সবকিছু থেমে গেলেও বাইক চলে এগিয়ে
হর্ন দেয় আগে বারে চিপিয়ে-চাপিয়ে।
এ্যাম্বুলেন্স ডাকে ঐ মাঝখানে আহারে_
রোগী বড় সিরিয়াস বাঁচাবে কে তাহারে।
সব বার এক তাই নাই আর হলিডে
চাকরিটা গেলো বুজি জ্যামটাকে বলিদে।
কানে ধরে ফোনটা বলে কেউ বারবার
লালবাতি জ্বলে যাবে এইবার ব্যবসার।
ভি.আই.পি যাবে যান তবে একটু জলদি
না হলে সাধারনে হয়ে যান বদলি।
প্রেমিকাটা বোঝেনা ডাকে শুধু ডেটিংয়ে
দেরি হলে বকা দেয়, ফেসবুক চেটিংয়ে।