কি করবো তোমার জন্য কেমন করে বলি,
আমি আবার খাম-খেয়ালী মনের মতো চলি।
তারপরেও বলবো তোমায়- যদি শুনতে চাও
অনেক কথাই না'বলা রবে, বুজতে হবে তাও।
বাসবো তোমায় আরও ভালো আমার সব দিয়ে
ওগো আমার মনের মানুষ লক্ষি ময়না টিয়ে।
বাসন্তী রঙ শাড়ি দেবো- আরও দেবো চুড়ি,
সারা জীবন আগলে রাখবো হও'না যতই বুড়ি।
নিশিরাতে দেখবো দুজন পূর্ণিমারই চাঁদ
এই জনমে শেষ হবেনা তোমায় দেখার স্বাদ।
বন্ধু হয়ে রবো পাশে এখনকারই মতো
স্বপ্ন গুলো সত্যি করবো পরবে আঘাত যতো।
বেসুরো গলার গান শুনাব হাতে হাত রেখে,
ঐ জনমেও মুগ্ধ হবো- আমি তোমায় দেখে।
ঝিলের জলে ছোট্ট নায়ে আমি হবো মাঝি
বিশ্বাস করে হাতটি ধরো যদি থাকো রাজি।
দুঃখ যদি আসে আসুক দুজনেরই মাঝে
সকল বাঁধা পারি দেবো স্বপ্ন বাঁধার কাজে।
দুটি দেহে একটি আত্মা ফুল গাছেরি মতো
মাটি হয়ে সয়ে যাবো পরবে আঘাত যতো।
প্রেমের দামে প্রেম চেয়েছি মনের দামে মন
আমার মতো এমন করে কেউ হবেনা আপন।
ভালোবাসি ভালোবাসি বলছি বারবার
জয় হোক ভালোবাসা, জয় হোক সবার।