রাত যখন দশটা বাজে
নিতু তখন ঘুমের সাজে
বিটু তখন ঘুমের মাঝে
ব্যস্ত সবাই সবার কাজে ৷


বাজে যখন কাসর ঘন্টা
নিতুর তখন পড়ায় মন্টা
বিটু তখন ধুমসে ঘুমে
আজ স্যারেরা ক্ষেপলো শুনে ৷


সেদিন ছুটির দিনে
অনেক বাড়ীর কাজ দিল ইটু স্যার
নিতু তখন গদ্য পদ্য অঙ্কগুনে হাতের লেখা চিত্রাঙ্কন উহহহ! বড্ড সময় আজ
বিটু কেবলি উঠলো জেগে
মামুনি তার উঠলো রেগে
আজ না তোর অনেক বাড়ীর কাজ ৷
হাড় ভেঙ্গে তোর করব গুড়ো
বাপ বেটাতে মস্ত বুড়ো
নেইতো তোদের লাজ ৷


সবার চোখে নিতুই সেরা
পড়ালেখায় মন
ফলাফলে ব্যাপক কীর্তি
বছর শেষে এ প্লাস বৃত্তি
সব ছিল তার পণ  ৷