ওই কবিতামালার প্রতিটি চরণ করিছে বন্দনা তোমার
ব্যস্ততম বিশ্ব পথিককে বলে দাঁড়া!
কারও কারও মনে অনুভূত হয় ভুমিকম্প;
উঠে কালবৈশাখী হৃদয় উড়ানো ঝড়
চেয়ে থেকে নি: স্বার এই দুটি চোরচোখ
বলে তুমি সুন্দর তুমি সুন্দর ৷


ত্রিশ বছর চেয়ে ছিলাম থাকব না হয় আরও ষাটটি বছর
পুষ্ট যৌবণ থেকে কুঁষ্ঠ আটকুঁড়ো!
তোমার নীলনয়ণ ফালি ফালি করা রূপোলী চাঁদ;
মুগ্ধ হয়েছি আমি তোমার সৌন্দর্যের ডিম্বাকার পথে এসে
এত আবেশ কোথায় পাই মুগ্ধতার সীমানায় নিশিজাগা চোখ
বলে তুমি সুন্দর তুমি সুন্দর ৷