চারিদিকে আহাকার কষ্ট নিপীড়ণ উষ্ঠাগত প্রাণ
শত সহস্র বিপদ ব্রক্ষ্মচারী দানব
নি: ষ্টুর অনাচার জিয়ৎ কুন্ডের গর্তে মৃত্যু মৃত্যু খেলা
কৃপাময়ের তালিকায় অযুত নিযুত নৃসংশতা ৷


আমাকে শেষ করতে চাও তবে সৃষ্টি করেছিলে কেন
বন্দী করেছ আমার হিংস্র প্রতিশোধ ক্রোধের চিৎকার
টুকরো কাঁচের মতো করে বারবার ভেঙ্গে ফেল দম
পারবনা হতে কি কোনো দিন সত্যের হয়ে চিরন্জীব যোদ্ধা ৷


আর মৃত্যু চাইনা আমি আর দেখতে চাইনা
ঐ অত্যাচারীর শয়তানি হাসি হাহাহা
আমার নিস্তেজ লাশের উপরএকটা রক্তের ফোটাও
মাটিতে পড়ার আগেই মুন্ডহীন দন্তহীন করে দিতে চাই ৷


হা আমি পাগল দাম্ভিকরাজ শত ডাইনোসরের  কুচকাওয়াজ
আমি লেজার বোসনকণা আমার শরীরে কৃত্রিম রক্ত
আমি অ্যান্ড্রয়েডম্যান ম্যান অফ সুপারসনিক ভ্যানিশিং ড্রেস পড়ি
একশ মিনিটে মহাকাশ পাড়ীদেয়া অ্যাস্ট্রনাট নষ্টের দেবরাজ ৷


আর আমায় রুখনা হে দয়ালু ভালবাসা নম্রতা দিয়ে
কত প্রাণ ঝড়ে গেছে হিসেব করেছ ক্রসেডে শীতল মদের বোতলে
কত ঘুম উড়ে গেছে ধর্মপ্রাণ হারানো অস্থির চিত্তে
যাবই যাব তুমি শুধু পাশে থেকো একটাবার প্রাণ ভিক্ষা দিতে ৷