একগুচ্ছ কালোমেঘ মাথার পরে ছায়
একমহুের্ত বৃষ্টিকণা ভিজিয়ে দিয়ে যায়
পানকৌড়ি সাদাবক বাসার পানে ধায়
মাঠদেয়ালে জলরাশি বিপদ বাণে কায়
গুঢ়ুগুঢ়ু শব্দমালা কদম ডালে লায়
শোঁশোঁভোঁভোঁ কর্ণজ্বালা থামাতে তারে চায়
ঝমঝম বাদ্যবাজে তালের তলে হায় ৷


টুপটুপ ছন্দমালা পুকুর জলে গায়
কোলাব্যাঙ কইমাছ ডাঙ্গার পাণে যায়
রঙধনু বক্ররূপী সপ্তম রঙে চায়
বনজাম জামরুল সবুজ টিয়ে খায়
বর্ষাএলে গভীরঘুম অশ্বথ তলে পায়
সিঁধকাটা নৌকাচুরি পিছলা পরে রায়
বাঁধভাঙ্গা জলবন্দী করুণ চোখে চায়
একতারে বাদকটা দারুণ সুরে গায় ৷


বি :দ্র: এটি ক্ষুদ্র কবিটির পনেট ৷