ঐ দেখা যায় পুকুর পাড়
ঐ মা -নানীদের গাঁ,
ঐ খানেতে জন্মেছিলো
মোর জন্মদাত্রী মা ৷


ফুলপুকুরে রোদ দুপুরে
সাঁতরে ছিলাম কতো,
হাডুডু আর গোল্লাছুটে
ঝপঝপাঝপ ঢিঢ়িম ঢাঢ়াম শতো ৷


শান্তি খুঁজে চক্ষুবুঁজে
আয় চলে আয় গাঁয়,
দিঘির জলে বকুলতলে
ওম শান্তির গাঁয়ের শীতল বায় ৷