ধূলিমাখা হাতে
  তোমার আকাশি রঙের জামা ধরেছিলাম বলে
আজও ভূলনি
সেই ধুলি দিয়ে গড়া ছোট্ট স্বর্ণকমলে অযাচিত অবোধ অনুরাগ
হঠাৎ বিরাগে ঘণ ঘণ নি: শ্বাস ফেলেছিলে
ঝরিয়েছিলে আবেগের জলপ্রপাত
একঝটকায় কাঁচা মাটির ঘর পদদলিত করেছিলে
তাই আকুল হাত বাড়িয়েছিলাম তোমার দিকে ৷


অন্ধকার দুপুরে একাকী ডেকেছিলে
দাদুর ঘরের কোণে
সেখানে ছিলো পিড়ি পাতা
শিখিয়েছিলে বন্ধন কারে কয়
কই করোনি কোনো আবদার
শুধুই চেয়ে থেকে নিরবতা পালন করলে
আজ তুমি শিখাও আমারে
যৌবন ষোলোর যৌবণ আমার নয় ৷


এতদিন বহু হাতে হাত রেখে
চোখে মদ্যপ নেশা মেখে
বয়সের সাথে যুদ্ধ করো
ফেসিয়াল আর পাখি জামা পড়ো
স্বার্থপর তুমি
তোমার মনের জমিদারের খাজনা শোধ করোনি
হাসব না কাঁদব
ভাবতেও পারছিনা আমার জমি আমি নিলামে কিনি ৷