ওই দেখা যায় বাঁজছে বাঁশি
কেউ বলে ভাই জোরছে কাশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সকাল দুপুর সাঁজ নাই।


নানা রঙএর নানান বাঁশি
বাঁশ কাঁঠুরি খেলনা দেশি
ভুভুজেলা ক্রিকেট খেলা
পুরুত পুরুত সারাবেলা।


গাল ফুলিয়ে নাক গুলিইয়ে
পুলিশ বাঁজায় বাচ্চা বাঁজায়
মনের ভেতর ধরাম করে
প্রতিযোগিরা কোরাম ধরে।


বাঁজায় শুধু আমার বেলায়
হয় যে দারুন ভয়
খেলার মাঠে যখন তখন
কেউ কথা না কয়।


মুল খেলাটায় বাঁজলি বেশি
থেমে দিয়ে সব রেষারেষি
সময় শেষে সবাই খুশি
নারাজ শুধু পুরুত বাঁশি।