সংশয় ঘিরে রেখেছে নিঃশব্দে,
পরিবেশ
বৈচিত্র আছে তবে দৃশ্যত,
প্রাণহীন
আজব পৃথিবীর সব জন্তুরই পেট
আছে মিকি মাইসের ছোট্ট দাঁত
আছে স্পাইক ফিম্ব্রী ফ্লাজেলা
যুগল হস্ত


কে যেন দীর্ঘকায় হস্তীর দাঁত ভেঙ্গে
সুন্দরী মহিলা পেয়েছে চিরুনি
শিকার হারাতে হারাতে মাংসপেশী শক্ত
হয়েছে নক্চারনালদের
পেটে গ্যাস হয়েছে গরীব মানুষের


হৃদপিন্ড লাল হয়েছে গিরগিটিটার মতো
কেউ নেই পার্শ্বে সব মৃত মরুভূমির ব্যবচ্ছেদকারী
আমি হোমো মিউট্যান্ট প্রজন্ম তোরা তো সামান্য ডাইভারসিফাইড ,
আপনার ও আছে রেজিস্ট্যান্স
হে অনুজীব
দিওয়ালির সপ্ত রং নৃত্য শিল্পী
হে করোনা কতো ভ্যারিয়েন্ট বাচ্চা করে
বিষাক্ত মৃত্যু নাচন করবেন
ঠোকর খেতে খেতে আমার ও এলভিওলাই
হবে পাথর


বিষন্নতা তোমাকে মানায় না
হে পুরাতন বিপন্ন পৃথিবী,
দুর্দশাগ্রস্ত আমরাও তোমার সামনে
পূণর্গঠন ল'অফ সার্ভাইভাল
কোথায় তোমার সেই প্রতিশ্রুতি
যা তুমি নিজে নিজেই গ্রহন করেছিলে।