সব ছেড়ে যাওয়ার শকটে স্থির দৃষ্টিপাত,
বরফ জমাট উষর ভূমিতে হালকা বৃষ্টিপাত।
ঝরেছে অঝোরে ঝরাপাতা অভিশাপ গোচরে,
তৃণহীন ভূমিতে জলশিঞ্চন করে চুপিসারে।
চৌদ্দটি শাওন ঘন কালো মেঘমালা বজ্রপাত,
কোটি কোটি ফোঁটা রাশি রাশি ঢেউ জলপ্রপাত।
উড়ে যায় ধূলো উবে যায় ঘাম হঠাৎ হঠাৎ,
কড়ি হয় কমল সবুজে শ্যামল সাতরঙা তফাৎ।