আরও হতাশ করার রাত ছিল ,
কুন্ডুলি পাকিয়ে ফোঁপাচ্ছে জীবনের শেষ ইচ্ছে,
তুমি শুনতে পাচ্ছো না?
শুনতে পাচ্ছো না এক অত্যাচারিত নারীর কলস্বর?
শুনছো পাড়ার মোড়ে কুকুরের কান্না?
পৃথিবী নিদারুণ অশ্লীলতায় স্নিগ্ধ,
তীব্র বজ্রাঘাতে পরাস্ত নতুন সভ্যতা।


আর পারছিনা সহ্য করতে সামাজিক-কড়াতের আঘাত,
প্রেম বিলাপ ঘটেছে বহু নির্যাতিতার ছেঁড়া শাড়ির আঁচলে,
তাদের কথা কে বলে?
কোন এক ভণ্ড সন্ন্যাসী না কবিয়াল?
এখানে কুন্তি যে পুড়ছে প্রতি কাম-নিবেদনে,
কাম-রসে ভিজে তার শরীর,
এ শ্মশান জীবন দান করে,
এ শ্মশান নরক অধিক নারকীয়,
হাঁপিয়ে পরা দ্রৌপদীর উলঙ্গ-নৃত্যেই তাকে ভাত যোগায়,
যেখানে তার শরীর সহর্ষ পাণ্ডব গিলছে রোজ,
প্রতি নিয়ত।


আরও হতাশ করার রাত ছিল,
আলতো ছোঁওয়ায় যে নারী হৃদয় উষ্ণতা সঞ্চার করে,
সে স্বচ্ছ হৃদয় খুঁজছে তোমায়,
খুঁজছে তাদের হত্যাকারীকে,
তুমিই যে নির্ভীক পাষাণ,
তোমার ভয় নেই।।