পাতা ঝরে যায় পুরনো স্মৃতির মতো;
চোরাবালি জানে তলিয়ে যাওয়ার সুখ।
বোরোলিনে সারে মনের ক্রনিক ক্ষত?
হৃদপিন্ডকে বোকারাই ভাবে বুক।


আমিও ভাবছি, ছুটি নিই ক’টা দিন;
ইঁদুর-দৌড়ে ক্লান্তি বাড়ছে আরো।
চায়ের গুমটি খোলা থাকে ছ’টা দিন;
সময় থাকলে তুমিও আসতে পারো।


বিশ্বাসে আমি হোমারের মতো, কানা।
ভালোবাসলে মোমের মতোই গলি।
আমার তো নেই পক্ষীরাজের ডানা;
স্বপ্নগুলোকে দিলেম জলাঞ্জলি।


আমার পকেটে খুচরো দুঃখ ভরা;
বছর ফুরোতে বাকি দিন দশ-বারো।
তোমার ভাঁড়েও ঢেলে দেবো শর্করা,
ইচ্ছে থাকলে সঙ্গে আসতে পারো।


পরিযায়ী শীতে উষ্ণতা মুখচোরা;
চেনা গিরগিটি পালটে নিয়েছে রং।
ভালোবাসবার মামলায় আনকোরা;
বলবো তোমাকে সেই হিম্মত কম।


তোমার জন্যে এ’ চিঠি গেলেম রেখে।
চায়ের দোকান খোলা থাকে রোব্বারও…
মকসুদ ভাই চা বানায় ভোর থেকে;
পারলে আমার সঙ্গে আসতে পারো।


উষ্ণতা নিয়ে পাশেই বসতে পারো।।