লিমেরিক - ৬৬
তরুণ কান্তি(নীলপাহাড়)


আসলো ভোট এবার ছোট, ছাপ্পা দেওয়া চাই
"জনগণের রায়" যে এটা, বিকল্প এর নাই
কষ্ট কেন করবে লোকে
দাঁড়িয়ে দেখবি নিজের চোখে !
দেশের জন্য এইটুকু কাজ দেখতে যেন পাই  ॥


লিমেরিক - ৬৭
তরুণ কান্তি(নীলপাহাড়)


দেশের জন্য ভেবে ভেবেই শরীর হল শেষ
কোন কাজে লাগবে কত, পাইনা ভেবে রেশ
আমার আশ মেটার পরে
ভাবতে চাই লোকের তরে
অবশেষে হিসেব কষে পাইনা কোনো লেশ ॥


লিমেরিক - ৬৮
তরুণ কান্তি(নীলপাহাড়)


মিথ্যে প্রবোধ দিতে গেলে মুখে মধু ঝরা চাই
গদগদ ভাব হলে হৃদয়েতে পাবে ঠাঁই
যারা যত লম্পট
ভাব করে চটপট
মধুটুকু খাওয়া হলে, দেখবে সে আর নাই ॥