সহজে বোকা বানানো
তোমার মূল্যবান মিথ্যেগুলো  --
আমি নিরুপায় হজম করেছি ;


চোখের সামনে বাঁদর নাচন দেখে
এতটুকু অবাক হইনি,
অন্যদের সরল বিশ্বাসেও হাততালি দিয়েছি ;


তোমার ফুঁ দেওয়া বেলুনে --
আমি কোনদিন সুঁচ ফোটাইনি,তবু  --
তুমি অপ্রত্যাশিত ভয়ে
এক অব্যক্ত যন্ত্রণা অনুভব করো ;
কিছু বলতে গিয়ে থমকে যাই
কারণ,তোমার নিজস্ব পৃথিবীতে
যারা আলোর ঠিকানা খোঁজে
তাদের আশা ভঙ্গ করার
কোনো বাসনা আমার নেই ।


চলমান সময়ের অপ্রত্যাশিত পথিক মাত্র


জীবনের দু'দণ্ড সময়ে ভাব বিনিময় করে
অভাব মুক্ত হতে চাওয়া ।।