একটা ভুল ঠিকানা জেনেও
কেন বারবার ফিরে আসা
কেন টোকা পড়ে দরজায়!


এখানে ফুলের কোন বাগান নেই
ভ্রমরের গুঞ্জন ওঠে না কখনো,
কেবল বিস্তীর্ণ জলাশয় জুড়ে
ঘনঘন ঢেউয়ের আস্ফালন ;
একেবল নিষ্কৃতির নিভৃত অন্তরাল
আকাশের মেঘেরা যেখানে খেলা করে
সারা আকাশ দাপানো বজ্রের হুংকার
আর আলোর অকস্মাৎ ঝলকানি,
দুপুরের রোদে মাঝে মাঝে
অবিশ্বাস্য ঝড় তোলে বেনামি মেঠো ভুত।
এই উষর জলের অবিশ্বাস্য অরণ্যে কেন আসো
চেয়ে দ্যাখো আমি এক ব্যর্থ ঠিকানা।