যে ধর্ম মানুষকে বিভাজন করে
অবিশ্বাসের বীজ বোনে
মানুষের থেকে মানুষকে দূরে সরায়
সে ধর্মে আমি নেই ।


যে ধর্ম কাল্পনিক গল্প বোনে
মানুষকে সম্মোহিত করে,
হাতের জাদুকাঠি নাড়িয়ে
মানুষকে ভেলকি দেখায়;
সে আমার ধর্ম নয় ।


যে ধর্ম জাতপাত-অস্পৃশ্যতার আগুনে
অগ্নিগর্ভ হয়ে থাকে
হানাহানির মহোৎসব করে
সে ধর্মের আমি কেউ নই ।


যে ধর্ম দেশ ভেঙে টুকরো করে
মানব সভ্যতার অভিশাপ হয়ে
সমস্ত শুভবুদ্ধি শুভসৃষ্টিকে গ্রাস করে
সে আমার ধর্ম হতে পারে না ।


যে ধর্ম মানুষের কথা বলে
মানুষের পাশে এসে দাঁড়ায়
মানুষকে বুকে টেনে নেয়
সেটাই আমার ধর্ম ।


যে ধর্মের চোখের আলো
মানুষের বাঁচার পথ দেখায়
মানুষের জন্য আত্মোৎসর্গ শেখায়
সেই ধর্মেই আমি ।


যে ধর্ম দেশ-কাল ভেদ বোঝে না
মানুষের আলাদা কোন জাত জানে না
সমস্ত পৃথিবীটাকে একটা দেশ ভাবায়
সে ধর্মটা আমার ;


কেন না আমি মানুষ ॥