সকালের সূর্যের কথা মনে পড়লে
রামধনু রং ভেসে ওঠে চোখে,
প্রাণচঞ্চল উজ্জ্বল তরুণ সূর্য -
মিষ্টি হাসিতে ভরায় প্রভাতী সময়;
বেলা বাড়লেই বদলায় রঙের শরীর
সারা আকাশ জুড়ে ভরে যায়
অর্থময় রঙীন বৈচিত্র্যে;


জানি কিছুই দীর্ঘস্থায়ী হয় না
বৃষ্টির জলে ধুয়ে যায় সব।


মাঝে মাঝে উল্কাপাত দেখি
দেখি ঝড়ের আগুন হুংকার,
দুপুরের দাবদাহ বুকে নিয়ে
ক্লান্ত সূর্য নিষ্পলক হেঁটে যায় -
দায়িত্বের সঙ্কীর্ণ পথ ধরে
অন্তহীন দিগন্তরেখায় ॥