ভিতরে এখন নির্লিপ্ত ক্ষয়প্রাপ্ত মরীচিকাময়।


কাউকে দেখানোর সেই পরিতৃপ্ত ইচ্ছা নেই ;
কখনো অবিকল লজ্জার মুখোশ হয়,
সভ্যতার আলো ফোটার সাথে সাথে
গুটিয়ে গিয়েছে নিজের ভিতর।
জন্ম সূত্রে পাওয়া বলে উত্তরাধিকার দিই;
যদি ঝাঁ চকচকে সৌন্দর্য হয় প্রদর্শনীতে রাখি।


বিবর্তনের পথে হারিয়ে যাচ্ছে অনেক কিছু
আমাদের সাবালক ইচ্ছেগুলো কখনো হারায় না
মাঝে মাঝে গর্জনে জাহির করে নিজেদের।
অস্তিত্বের সংগ্রামে খোলস ছেড়ে বের হয়
যুগের পরিবর্তন হলে রং পাল্টায়।
চেতনার রঙে কখনো রঙীন হয়ে ওঠে
তখনও ভিতরে ঘুমায় রহস্যময় অন্ধকার ।


জীবনের দীর্ঘ সময় জুড়ে উষর পথে
ওৎ পেতে বসে থাকে
শাসন - শোষণের করাল অন্ধকার - -
মনুষ্যত্বের তাজা ফুল গ্রাস করলে
তখনই রাগের কেশর ফোলায় সিংহনাদে॥