কোথাও যাওয়া হয় না বহুদিন
চেনা মানুষগুলো হঠাৎ করেই  কেমন যেন---


আপশোষের পাতা উলটে দেখি
তোমার প্রিয় মুখ যেন নিয়নবাতি


দুর্বলের উপর সবল অমানবিক হলে
আমৃত্যু সংগোপন নিরাপত্তা দেয়


বিবেকের ধোয়া জল ছিটিয়ে দিই
আত্মতুষ্টির ছলনায় অন্ধের মতো হয়ে - - -


তোমার আড় চোখের ভাষা শব্দের ঝংকার তুললে
আমি ভাষাহীন হয়ে যাই