স্মৃতির পাতায় জমে আছে প্রাগৈতিহাসিক ধুলো
খেয়ালী হাওয়ায় স্মৃতির জমায়েত পাক - - -


তোমার কথা মনে পড়ে হঠাৎ ঘনীভূত অন্ধকার
আমার ঘরের চৌকাঠ পর্যন্ত - - -


ভেঙে যাওয়া বাঁশিতে ধুলো জমছে
নির্বাক দৃষ্টি মেলে চেয়ে দেখি ; তবুও - - -
জোড়া লাগানোর অক্ষম প্রয়াস - - -
ব্যথার সুর হয়ে বেজে ওঠে


নিসঙ্গতা মুখরিত থাকে - -
হারানো দিনের মধুর সুরেলা স্মৃতি
বাঁশির বুক জুড়ে কালো মেঘের বিষাদ আনে।