রাত্রি গভীর হলে
মানুষের পতনের শব্দ শোনা যায়,
গাছেদের পাতার মতো
টপটপ ঝরে পড়ে নিরন্তর।
যতটা উপরে উঠছে
ঠিক ততটা নিচে নেমে যাচ্ছে
উচ্চাশার শিখর থেকে
লোভ-লালসার অন্ধকার খাদে।


পৃথিবীর মজ্জা খুঁড়ে খুঁড়ে খেয়ে
মানুষ আজ বড়ই ক্লান্ত,
তবু সময় নেই থেমে থাকার ;
যে যতটা পারছে শুষে নিচ্ছে
পৃথিবীর আলো - বাতাস - জল।


ক্লেদাক্ত প্রাণীদের মতো কিলবিল করে
আপ্রাণ চেষ্টায় পৌঁছাতে চায়
সবাই সবার উপরে।


নিজেকে টিকিয়ে রাখার সংগ্রামে
প্রতিদিন একটু একটু করে
ঢুকে যাচ্ছে অন্ধকার গহ্বরে।।