রাতের আকাশে হঠাৎ আগুন শিহরণ
বীভৎস শিহরণে কাঁপে নিস্তব্ধতা ;


বিস্ফোরণ ঘটিয়ে কারা চলে যায় চুপিচুপি !
মাটিতে রক্তের তাজা গন্ধ
শত্রুর দাম্ভিক পদ সঞ্চালন ঘনীভূত হয়
প্রতি মুহূর্ত গিরগিটির রঙ মাখে,
উত্তপ্ত বাতাসে উড়ে বেড়ায় ছাই, কালো ধোঁয়া
সমস্ত অন্ধকার জুড়ে হায়নার চোখ জ্বলে ;
ঘাতকের দীর্ঘ ছায়া জুড়ে
অবসন্ন অন্ধকারের তীব্র আক্ষেপ-
তার বিকৃত চেতনায় তীক্ষ্ণ কশাঘাত করে ;


রাত শেষ হয়ে এলে
হিংস্রতার জঘন্য মুখগুলো
আলোকিত অন্ধকারের ভিতর-
সংগোপনে নিজেকে হারায় ।