মনের আকাশ-দিগন্তে
বহুদিন ধরে অভিমানী মেঘ--
জমিয়ে ছিল ক্ষোভের পাহাড় ;
ক্ষোভ জমতে জমতে আগুন-ঝড় - -
সঙ্গে তছনছের তান্ডব ;
মুহূর্তেই বদলে গেল সব।
প্রকৃতির স্বাভাবিক ছন্দ গেল কেটে।


ইচ্ছার ঘূর্ণাবর্ত মেঘ ভেঙে
নামল প্রশান্তির বৃষ্টি - -
ভেসে গেল মনের উঠোন ;
একটা শীতল - কোমল হাওয়া
শান্ত্বনার প্রলেপ দিয়ে গেল।
যেন সব ধ্বংসের পর
আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।


আকাশ ভরা ইচ্ছারা আবার
ফিরে আসছে স্বচ্ছ আলোয়
আশার উদ্যম বুকে নিয়ে
আবার ভাসছে জোয়ারী হাওয়ায়,
এখন চেয়ে দ্যাখো - -
ছায়া দুলছে রোদে ॥