মাঝে মাঝে অসাধারন হওয়ার বড় সাধ জাগে
চোখ মেলে দেখি সহজ স্বচ্ছতার মাঝে
জীবনের জটিল ছলাকলা
রূপসী নারীর মতো মোহময়ী করে--
নিয়ে যায় বিষাদগ্রস্ত করে কোনো অন্ধকারের ভিতর,


সহজ সরল চেতনার মাঝে
বারবার ফিরে আসি
নিজেকে মিলিয়ে দেখি জলের মতো করে
মিশে যাই কাঠ পাথরের সাথে
অনাবিল আনন্দ ধারায় এসে
কোকিলের কুহু ধ্বনি মেখে
ভেসে যাই মেঘেদের সাথে
বাতাসের সাথে অপার মোহে
কঠিন থেকে কঠিনতর করে ভাবনারা
ফিরে আসে একাকী জীবন বোধের ঘরে


জটিলতার দূর্বোধ্য আবেগ মোহিত করে
মাথার ভিতরে কেবলি পাকা খায় ॥