আমাদের মাঝের দূরত্বটা এখন
জল রেখায় বিভাজিত,
ভেবেছি ইচ্ছের তরীতে চেপে
এবার দেখা করে আসি ;
হৃদয়ের নদী জুড়ে
উথাল পাথাল ঢেউ আর
কালবোশেখির উন্মত্ত দাপট
আমাকে ক্লান্ত করে।
দুপুরের রুক্ষতাকে সঙ্গী করে
যখন সমস্ত প্রস্তুতি শেষ
বিবেকের চোখকে ফাঁকি দিয়ে
পৌঁছে গেলাম তোমার অলিন্দে।
দেখি, বুনো আগাছার ভিতর
তুমি বসে আছো শিকড় গেড়ে।
বুকভরা একরাশ অভিমান
কবে থেকে জমে জমে
পাথর হয়ে আছে।
আকাশের দিকে চেয়ে চেয়ে
তোমার হৃদয় হয়তো আকাশ
মনের সাথে যুদ্ধ করে করে
নিজের অজান্তেই কবে
তুমি গাছ হয়ে গেছো।।