আমার কন্ঠ্যস্বর কি শুনতে পাচ্ছ তুমি !
হ্যাঁ আমি,আমিই সেই-
কন্ঠ্যস্বর, প্রতিবাদী জনতার ।


দেয়ালে পিঠ ঠেকে গেলে
যেভাবে মুখোমুখি ঘুরে দাঁড়ায়
ঠিক সেইভাবে আজ-
নিরস্ত্র তোমার সামনে ।


তোমার বুলেট আমার ব্যালট
সময় এসেছে ভাবার ।


যে গণতন্ত্রের জন্য তুমিও
আমার কন্ঠ্যস্বর ছিলে একদিন ,
আজ তাকেই তুমি গলা টিপে
করতে চেয়েছ বিলীন !


কিসের বার্তা পাঠাতে চেয়েছ বন্ধু !
সময় এসেছে ভাবার ,
লেখা থাকে সব কথা
ইতিহাস হবে কি আবার !!