যখন সন্ধ্যা নামে
বুকের মধ্যে চেপে বসে
বিরামহীন এক হিংস্র নীরবতা ।
চারিদিকে  মৃত্যুকীটের  আনাগোনায়
রাত্রি দীর্ঘ হয়,
ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ে
জীবনের আয়ুর উপর ।


যখন সন্ধ্যা নামে-
অবিরত  রুদ্ধশ্বাসী সংগ্রাম, আর
কাল পরিক্রমার এই কঠিন সময়
কেবলই ব্যর্থ  মনে  হয় ।


      *****