দৃষ্টির প্রতিফলন দেখি যেই
সে আমির সাথে
এ আমির কোনো মিল নেই।
স্মৃতির প্রসারিত পাতা জুড়ে কেবলি
জমা হয় ক্লান্তির আবর্জনা।


চেনা মানুষগুলো হঠাৎ
কেমন অচেনা হয়ে ওঠে।
প্রাণহীন এই মেকি সভ্যতায়
এ আমি বড্ড বেমানান মনে হয়।


তবু, নিজের বিরুদ্ধে নিজেকে সাজাই - -
খেলার জন্য সাজানো পুতুল যেভাবে
বিনোদনের কাজে লাগাই।
দৃষ্টিনন্দনের জন্য ভিতরটা ঢেকে
বাইরে রঙের প্রলেপ দিই।


নিরাপদ একটা নিজস্ব জগৎ গড়ে
একের থেকে অন্যে পৃথক থাকি ॥