একান্ত নিজস্ব কক্ষপথের ভিতর
অনন্য বিভাবন খুঁজি ; অপার অনুভবে - -
ফিরে যাই পৃথিবীর চেনা পথ ধরে
গহীনে;  যে সৃষ্টিরা ফিরে গেছে একেএকে


একদিন মহীরূহ হবে বলে ; বিধ্বস্ত বিপর্যয়
বারবার অবক্ষয়িত পৃথিবীতে - - -
বহুদিন ধরে জমে থাকা কঙ্কালের স্মৃতির ভিতর দিয়ে
বারবার ফিরে আসে ষড়রিপু


জীবনের মোহ পাপ ঘেঁটে ঘেঁটে - -
ক্লান্তির শ্বাস নিই আজ---
আরণ্যক পৃথিবী থেকে ;
যে পথে আজ সমাগত
বিপন্নতার লোলুপ জিহ্বা
মানুষের হৃদপিন্ডের সজীব ঘ্রাণ নিয়ে
নির্বিকার বেঁচে থাকে


জীবনের চক্রবৎ কক্ষপথের বাঁকে বাঁকে
বিপ্লাবন পিতামহ বিনিদ্র রাত জাগে ॥