মনের দরজায় দাঁড়িয়ে
এই দুর্যোগঘন রাতে
কে? কড়া নাড়ে কে!
বাতাসে এখন বারুদের কঠোর হুঙ্কার
সারা আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়
প্রিয় বিশ্বাস জুড়ে
জমে আছে সন্দেহের ঘন মেঘ;
জীবন নদীর চর ভাঙতে ভাঙতে -
প্রখর স্রোতের উত্তাল ঢেউ
দুলিয়ে দিচ্ছে অবসন্ন সময়
ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বিশ্বাস - আন্তরিকতা
এমনি এক কঠিন সময়ের হাত ধরে
শান্ত্বনার উষ্ণ প্রলেপ দিয়ে
কে আনে প্রাণের স্পন্দন
কার আছে এমন বরাভয়!