বলেছিলাম মুখটা পরিষ্কার রেখো-
সাবান মাখবে ক্রিম দেবে
সঙ্গে কথাগুলোও ধুইয়ে নেবে
ডেটল জলে ;
কথার আবর্জনা যে দুর্গন্ধ ছড়ায়
তার গন্ধ তুমি পাও না ।
পাশ থেকে সরে যাচ্ছে সব
সঙ্গে মানুষও ।
নোংরা দুর্গন্ধময় কথাগুলো
কেন পুষে রাখো আপন শরীরে ,
অবাধ্যতায় জ্বলে ওঠা
বারণ না মানা ইচ্ছেরা
কিভাবে দাবাগ্নি হয় , চেয়ে দেখো-
ভালবাসার শরীর জুড়ে এখন
ছড়িয়ে আছে ক্যানসারের ক্ষত ॥