বেঁচে থাকার জন্য একান্তই প্রয়োজন।


নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে
কোথায় পাবো তারে -
যেভাবে মা সন্তানকে আঁকড়ে থাকে
নিজ বুকের ওম দেয় ;
আমার নিজের জন্য
যতটা পারো রেখে দিও।
খোলা আকাশের নিচে ধূ ধূ শূন্যতায়
হিংস্র শত্রুর নৃশংস হাতে
জীবনের অর্থ অর্থহীন গেলে
নিরুপায় খুঁজে ফেরে তারে
ব্যর্থতার গভীর আঁধারে।


এই আতির্থ্যের কি প্রয়োজন আছে
যদি না জীবন সেভাবে বাঁচে!
শুধু উপহার হিসেবে রেখো
নিজের সঙ্গে কথা বলার
একান্তই নিভৃত সময়।।