অদ্ভুত এক বিষন্ন আঁধারে পৃথিবীর এই সকাল
ঘুমিয়ে আছে ;মানুষের কাছে সে যেন
নেশার আগুন ছুঁইয়ে ওম পায়,
জড়তা ক্লান্তির ভিতর জেগে থেকে
কি যেন খুঁজে পেতে চায়
আপনার প্রশ্রয়ের ভিতর থেকে
কোন এক অনির্ণেয় অস্থিরতায়
আগামীর গূঢ় সংকেত খেলা করে
অনুভূতির আকাশ জুড়ে ঢেকে আছে
অদ্ভুত এক মায়াবী জগৎ
অদ্ভুত এক নেশার জগৎ ।
দিগন্তের চক্রবালে যেভাবে চেয়ে থাকে
চক্রবাক ;অবোধ শিশুর মতো যেভাবে
খাদকের গ্রাস থেকে মুক্তি পাওয়া হরিণ
ফিরে আসে জীবনের ভিতর
জীবনের বাঁকে বাঁকে হঠাৎ
অশনি সংকেত ঘটে গেলে
কেউ কেউ ফিরে আসে
আলোকিত বলয়ের ভিতর
নির্লিপ্তির নিঝুম আঁধারে
নিজেকে সঁপে দিয়ে
কোন এক অসম্পৃক্তির গভীরে মিশে যায়।