লোভের ফাঁদে মানুষ এখন বন্দি ।


আকাশ ছোঁয়া খিদের জন্য
হাঁ করে গিলতে চাইছে
একটা আস্ত পৃথিবী।


বিষের আগুন ঝরছে -
নিঃশ্বাসে-প্রশ্বাসে ।


ফিকে হচ্ছে সবুজ প্রাণ
নষ্ট হচ্ছে মাটির স্বাভাবিকতা
বাতাস ভরছে বিষাক্ত গ্যাসে।


অবলুপ্তির তালিকায় বাড়ছে
নামের বহর।
প্রতিদিনের ক্রমাগত প্রচেষ্টায়
মানুষ নিজেই খুঁড়ছে নিজের কবর।


মানুষের সভ্যতায় এখন
ম্লান স্বপ্নেরা দিচ্ছে হানা
দিশেহারা হয়ে আজ
নিজেই আঁকছে নিজের সীমানা।