সমস্ত বিশ্বাসকে সঁপে দিয়ে
বুকের ভিতর মুখ রেখে
কার কোলে এত প্রশান্তি, কে!
ভালবাসায় নাকি লজ্জায়
সমস্ত অস্থিরতায় জল ঢালে।


এমন ক্লান্ত বিকেলে
স্থির পটের মতো রহস্যময়,
শালীনতার চোখে ঠুলি পরিয়ে
আগামীর হাত ধরে
কারা এই স্থিতধী।
বিকেল গড়িয়ে সন্ধে
সন্ধে গড়িয়ে রাত
রাতের ভিতর জ্বলে ওঠে
এমন বিশ্বস্ত মুখ কার!
কার বুকে জমে আছে
এই নিঝুম শীতলতা!